Wellcome to National Portal
Main Comtent Skiped
\r\n\r\n

 <\/p>\r\n\r\n\r\n\r\n

\r\n\t
\r\n<\/p>\r\n\r\n

\r\n\t
\r\n<\/p>","slug":"q370-\u09b8\u09ab\u09b2-\u09b8\u09ae\u09bf\u09a4\u09bf\u09b0-\u09a4\u09be\u09b2\u09bf\u0995\u09be","publish_date":null,"archive_date":null,"publish":1,"is_right_side_bar":0,"site_id":89607,"created_at":"2022-02-15 15:31:51","updated_at":"2024-10-23 09:17:31","deleted_at":null,"created_by":null,"updated_by":null,"deleted_by":null,"attachments":[],"image":null},"config":{"columns":[{"name":"title","displayName":"label.column.title","type":"text"},{"name":"body","displayName":"label.column.body","type":"html_text"},{"name":"attachments","displayName":"label.column.attachment","type":"file"},{"name":"image","displayName":"label.column.image","type":"image"}]},"content_type":{"id":16,"name":"\u09aa\u09be\u09a4\u09be","code":"Page","is_common":0,"icon":"icon-pencil-square-o","table_name":"Np\\Contents\\Models\\Page","status":1,"config":"{\r\n \"details\": {\r\n \"columns\": [\r\n {\r\n \"name\": \"title\",\r\n \"displayName\": \"label.column.title\",\r\n \"type\": \"text\"\r\n },\r\n {\r\n \"name\": \"body\",\r\n \"displayName\": \"label.column.body\",\r\n \"type\": \"html_text\"\r\n },\r\n {\r\n \"name\": \"attachments\",\r\n \"displayName\": \"label.column.attachment\",\r\n \"type\": \"file\"\r\n },\r\n {\r\n \"name\": \"image\",\r\n \"displayName\": \"label.column.image\",\r\n \"type\": \"image\"\r\n }\r\n ]\r\n }\r\n}","created_at":"2019-09-02 06:23:10","updated_at":"2021-08-06 04:55:07","deleted_at":null,"created_by":null,"updated_by":null,"deleted_by":null,"settings":[[]],"frequency":30},"title":""} -->

List of successful associations
 

কলারোয়া উপজেলাধীন (এ-গ্রেড) ভুক্ত সমবায় সমিতির তালিকা:

 

ক্রঃনং

সফল সমবায় সমিতির নাম

রেজিঃ নং

তারিখ

সমিতির ঠিকানা

মন্তব্য

কলারোয়া উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক কল্যান সমবায় সমিতি লিঃ

৮৫/সাত,

২০/০৫/০৮

গ্রাম-কলারোয়া ,ডাক- কলারোয়া,

কলারোয়া,সাতক্ষীরা

 

 

‘কাজিরহাট স্বপ্ন কৃষি উন্নয়ন সমবায় 

সমিতি লিঃ

১৪১/সাত

৩১/১২/১৯

গ্রামঃ কাজিরহাট বাজার ডাকঘর- কেরালকাতা, 

কলারোয়া, সাতক্ষীরা


 

 


কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমবায় সমিতি লিঃ 

সমিতি গঠন প্রেক্ষাপট/ইতিহাসঃ 

          পৃথিবীর যা কিছু সৃষ্টির চিরকল্যাণকর অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর; কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। আর তাই কথাকে কারে রূপান্তর করার প্রয়াসে একদল সাহসী উদ্যোমী শিক্ষক-কর্মচারী ঐক্যবদ্ধভাবে সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টি সহ সর্বোপরি শিক্ষক-কর্মচারীদের উন্নয়নে “সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে” এই মন্ত্রে উজ্জিবিত হয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সকল-কর্মচারীদের নিয়ে গড়ে ওঠে কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমবায় সমিতি লিঃ। ৩৫০ জন সদস্য নিয়ে কলারোয়া সমবায় কার্যালয়, কলারোয়া, সাতক্ষীরা থেকে ৮৫/সাত, তারিখ-২০/০৫/২০০৮ইং নিবন্ধন প্রাপ্ত হয়ে কাজ শুরু করে। সমিতির কর্ম এলাকা ও সভ্য নির্বাচনী এলাকা হল সমগ্র কলারোয়া উপজেলা ব্যাপী। পরবর্তীতে সমিতির সংশোধিত নিবন্ধন নং ৬২/সাত, তারিখ-১৪/০১/২০১৬ইং।

সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যঃ

          কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমবায় সমিতি লিঃ, নিবন্ধন নং-৮৫/সাত, তারিখ-২০/০৫/২০০৮ইং, সংশোধিত নিবন্ধন নং ৬২/সাত, তারিখ-১৪/০১/২০১৬ইং। কলারোয়া বাজার, কলারোয়া পৌরসভা, ওয়ার্ড নং-০১, ডাকঘর-করারোয়া, উপজেলা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। সমিতিতে প্রাথমিক সদস্য সংখ্যা ছিল মাত্র ৩৫০ জন। সমবায় দপ্তরের আন্তরিকতা ও সঠিক দিক নির্দেশনায় সমিতির কার্যক্রম দিনদিন বৃদ্ধি পেতে থাকে। সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৬০৩ জন। সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপঃ

  • সদস্যদের প্রশিক্ষণ প্রদান ও সেবামূলক কাজে উব্দুদ্ধকরণ।
  • গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রদান।
  • শিক্ষক-কর্মচারীদের ক্ষমতায়নের মাধ্যমে সমাজে তাদের প্রতিষ্ঠিত করা।
  • সমিতি ষ্টক ব্যবসার পাশাপাশি তার নিজস্ব জায়গায় আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা।
  • কম্পিউচার প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান।
  • সামাজিক মূল্যবোধ সৃজনের লক্ষ্যে শিক্ষক-কর্মচারীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবে তার প্রয়োগ   নিশ্চিত করা।

শিক্ষক কর্মচারীদের ক্ষমতায়নে সমিতির উদ্যোগ ও ভূমিকাঃ

          শিক্ষক কর্মচারীদের ক্ষমতায়নে সমিতির বিভিন্ন উদ্যোগ ও ভ‚মিকা রয়েছে। সমিতিটি কলারোয়া উপজেলার শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নে অপরিসীম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। শিক্ষক-কর্মচারীদের ক্ষমতায়নে এ সমিতির কর্মকান্ড নিম্নরূপঃ

ক) আর্থিক ক্ষমতায়নঃ

          সমিতি নিবন্ধনকালে সদস্য সংখ্যা ছিল ৩৫০ জন। বর্তমানে সদস্য সংখ্যা ৬০৩ জন। সমিতির সদস্যরা হলো কলারোয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা। সমিতির বর্তমান শেয়ার মূলধন ৩৩,৪৪,৫০০/- টাকা, সঞ্চয় আমানত ৩,৯৯,৮৫,০০৯/- টাকা,সদস্যদের মাঝে ঋণ প্রদান ৩,৭১,৩৬,৯২০/- টাকা। এছাড়াও চলতি বছরে সদস্যদের মাঝে শেয়ারের উপর লাভ প্রদান ২,০০,৬৭০/- টাকা, ঋণের উপরে লাভে টাকা সঞ্চয় হিসাবে প্রদান ২৯,৪৬,৯৮৮/- টাকা। সমিতির নিজস্ব জায়গা ০৩ শতক, মূল্য ৩০,০০,০০০/- টাকা।

          সমিতিটি একটি সম্ভাবনাময়ী প্রতিষ্ঠান। সমিতির সদস্যগণ সমবায় বিভাগের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করেছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, জন্ম নিবন্ধন নিশ্চিতকরণ সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তোলা হয়। সমিতিতে বর্তমানে ০১ জন বেতনধারী কর্মচারী রয়েছে। তার সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া উপকারভোগীর সংখ্যা ৬০৩ জন। কর্মচারীর মাসিক বেতন ১০,০৫০/- টাকা।

খ) সামাজিক ক্ষমতায়নঃ

          সমিতিটি বাল্যবিবাহরোধ, বহুবিবাহ, জঙ্গীবাদদমন, মানবপাচার, যৌতুকপ্রতিরোধ, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারসহ বহু বিষয়ে এলাকার জনগনকে সচেতন করার জন্য সেমিনার, লিফলেট বিতরণ, পোষ্টার, ব্যানার, ও মাইকিং এর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় দিবস পালন করে দেশ, সমাজ ও জাতী গঠনে এই সমিতি উল্লেখযোগ্য ভ‚মিকা রাখছে।

গ) রাজনৈতিক ক্ষমতায়নঃ

          সমবায় বিভাগের মাধ্যমে লব্ধ জ্ঞান, বিভিন্ন সভা আহ্বান পদ্ধতি, নির্বাচন, ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে বাস্তবে রাজনৈতিক অঙ্গনেও সমিতিটি অধিক সফলতা আনছে। কিভাবে একটি গণতান্ত্রিক অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিচালনা করতে হয় তা তারা এ সমবায় সমিতি হতে শিখেছে। কারন এখানে আছে ব্যবস্থাপনা নির্বাচন, সভা আহ্বান, গণতান্ত্রিক সদস্য নিয়ন্ত্রণ সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনার নিগুঢ় রহস্য। সমিমিতে প্রতিবছর ১১টি ব্যবস্থাপনা কমিটির সভা, ১২/১১/২০২২ তারিখের বার্ষিক সাধারণ সভা সমবায় সমিতি আইন ও বিধিমালার আলোকে সম্পন্ন হয়েছে। বিগত ১২/০৪/২০২১ তারিখে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা কমিটি নিম্নরূপঃ

ক্রঃ নং

নাম

পদবী

সর্বশেষ নির্বাচনের তারিখ

০১

মোঃ এবাদুল হক

সভাপতি

১২/০৪/২০২১খ্রিঃ

০২

মোঃ রুহুল আমীন

সহ-সভাপতি

১২/০৪/২০২১খ্রিঃ

০৩

মোঃ শরীফুল ইসলাম

সাধারণ সম্পাদক

১২/০৪/২০২১খ্রিঃ

০৪

এস,এম আব্দুল করিম

যুগ্ম সাধারণ সম্পাদক

১২/০৪/২০২১খ্রিঃ

০৫

মোঃ শহীদুল ইসলাম

অর্থ সম্পাদক

১২/০৪/২০২১খ্রিঃ

০৬

মোঃ আসাদুজ্জামান

সাংগঠনিক সম্পাদন

১২/০৪/২০২১খ্রিঃ

০৭

শাহানাজ পারভীন

মহিলা সম্পাদক

১২/০৪/২০২১খ্রিঃ

০৮

মোঃ বনি আমিন

দপ্তর সম্পাদক

১২/০৪/২০২১খ্রিঃ

০৯

শাহানাজ পারভীন

সদস্য

১২/০৪/২০২১খ্রিঃ

১০

মোঃ আব্দুল আজিজ

সদস্য

১২/০৪/২০২১খ্রিঃ

১১

মোঃ হাবিবুল্ল্যাহ খান

সদস্য

১২/০৪/২০২১খ্রিঃ

১২

মোঃ ফারুক হোসেন

সদস্য

১২/০৪/২০২১খ্রিঃ

সমিতির প্রাতিষ্ঠানীকরণে গৃহীত পদক্ষেপ ঃ

          সদস্যদের মাঝে স্বচ্ছতা ও আস্থা সৃষ্টি করার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠান, মাসিক সভা, অডিট সম্পাদন এবং বার্ষিক সাধারণ সভা নিয়মিত করা হয়। রেকর্ডপত্র সংরক্ষনের অবস্থা সন্তোষজনক। প্রতিনিয়ত অডিট ফি ও সিডিএফ পরিশোধ করা হয়। সমিতির অফিস কক্ষে সাইনবোর্ড এবং সমিতিতে পর্যাপ্ত সীলমোহর রয়েছে। সমিতির ধারাবাহিকতা ও টেকসই নিশ্চিতকরণে সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধন ২০০২ ও ২০০৩) এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধন ২০২০) এর সংশ্লিষ্ট ধারা প্রতিপালনের ফলে সমিতিতে গতিশীলতা এসেছে।

সমিতির ভবিষ্যৎ পরিকল্পনাঃ

          সমিতির মাধ্যমে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। সমিতির যায়গায় নিজস্ব অফিস ঘর নির্মান, সমিতির জন্য স্থায়ী সম্পদ, সদস্যদের জন্য বাসস্থান, প্রশিক্ষণ ল্যাব নির্মাণ করা।

উপসংহারঃ

          সমিতিটি কলারোয়া উপজেলার শিক্ষক-কর্মচারীদের জীবন মান উন্নয়নের লক্ষে বিভিন্ন আত্মসচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান ও জনসচেতনতা মূলক কর্মকান্ড এর মাধ্যমে আর্থিক ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে আসছে। ফলে কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমবায় সমিতি লিঃ একটু একটু করে পাপড়ি মেলে ধরবে আর প্রস্ফুটিত গোলাপে পরিনত হবে সমগ্র সমবায় বিভাগের সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাবে।

‘‘কাজিরহাট স্বপ্ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ’’

 সমিতি গঠনের প্রেক্ষাপট/ইতিহাস : কাজিরহাট স্বপ্ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ একটি সংগঠন যা কৃষকদের উন্নয়ন, কৃষি প্রযুক্তির প্রচার এবং কৃষির নানাবিধ সমস্যা সমাধানে কাজ করে । এই সংগঠনটি কৃষির সুষ্ঠু পরিচালনা এবং উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। ২০ জন সদস্য নিয়ে জেলা সমবায় কার্যালয়, সাতক্ষীরা থেকে ১৪১/সাত, তারিখঃ-৩১/১২/২০১৯খ্রিঃ নিবন্ধন প্রাপ্ত হয়ে কাজ শুরু করে। সমিতির কর্মএলাকা ও সভ্য নির্বাচনী এলাকা হল সমগ্র কলারোয়া উপজেলা ব্যাপী।

সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যঃ  কাজিরহাট স্বপ্ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ ১০৫/সাতঃ, তারিখঃ ০৩/০৩/২০১০খ্রিঃ। গ্রামঃ কাজিরহাট বাজার ডাকঘর- কেরালকাতা, উপজেলাঃ কলারোয়া জেলাঃ সাতক্ষীরা। সমিতিতে প্রাথমিক সদস্য সংখ্যা ছিল মাত্র ২০জন । সমিতির শেয়ার মূলধন ৭৬৮০০/-, সঞ্চয় আমানত ৩৯৮০৯৫/-। সমবায় দপ্তরের আন্তরিকতা ও সঠিক দিক নির্দেশনায় সমিতির কার্যক্রম দিনদিন বৃদ্ধি পেতে থাকে। সমিতির বর্তমান সদস্য সংখ্যা ১০১জন। সমিতিটির লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরুপঃ

·  কৃষকদের প্রয়োজনীয় তথ্য, প্রযুক্তি এবং প্রশিক্ষণ প্রদান।

·  কৃষকদের ঋণ এবং অন্যান্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা।

·  উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে কৃষকদের বাজারের সাথে যুক্ত করা।

·  কৃষকদের সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করা।

২. কার্যক্রম

কাজিরহাট স্বপ্ন কৃষি উন্নয়ন সমিতি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে:

ক. প্রশিক্ষণ কর্মশালা

কৃষি প্রযুক্তি, সেচ ব্যবস্থাপনা, বীজের মান ও ব্যবহার নিয়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।

পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি, যেমন অর্গানিক কৃষি এবং বিষমুক্ত চাষাবাদ পদ্ধতির ওপর শিক্ষা প্রদান।

খ. গবেষণা ও উন্নয়ন

কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে নতুন প্রযুক্তি ও পদ্ধতি উদ্ভাবন।

স্থানীয় কৃষকের সমস্যা চিহ্নিত করে সেই অনুযায়ী সমাধান খোঁজা।

গ. পণ্য প্রদর্শনী ও বাজার সংযোগ

উৎপাদিত কৃষি পণ্যের মেলা আয়োজন, যেখানে কৃষকরা সরাসরি ক্রেতাদের সাথে যুক্ত হতে পারে।

স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের প্রচার ও বিক্রয়ের সুযোগ সৃষ্টি।

ঘ. কৃষকদের জন্য আর্থিক সেবা

সহজ শর্তে কৃষকদের জন্য ঋণ প্রদান এবং ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা।

বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদান।

৩. চ্যালেঞ্জ

অর্থনৈতিক অসঙ্গতি: অনেক কৃষক অর্থনৈতিক সঙ্কটে ভোগেন, যা তাদের উৎপাদন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে।

বাজারের অনিশ্চয়তা: কৃষি পণ্যের দাম পরিবর্তনশীল হওয়ায় কৃষকদের জন্য পরিকল্পনা করা কঠিন হয়।

প্রযুক্তির অভাব: আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের অজ্ঞতা।

৪. ভবিষ্যৎ পরিকল্পনা

বাজার সম্প্রসারণ: স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের জন্য নতুন সুযোগ সৃষ্টি।

টেকসই কৃষি: পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং টেকসই উন্নয়নের দিকে পদক্ষেপ নেওয়া।

সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধি: কৃষকদের মধ্যে সচেতনতা বাড়িয়ে সদস্য সংখ্যা বৃদ্ধি করা।

উপসংহারঃ

কৃষি উন্নয়ন সমিতি কৃষকদের উন্নয়ন ও কৃষি খাতের উন্নয়ন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর কার্যক্রম কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নির্দেশ করে। সরকারের সহযোগিতা এবং জনগণের সমর্থন কৃষি উন্নয়ন সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে সাহায্য করবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে।