জেলা তথ্য অফিস, সাতক্ষীরা এর আয়োজনে “ শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্ক্রমের ( ৫ম পর্ায়) ’’ শীষর্ক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় - শিশু মেলা ২০১৯ অনুষ্টিত হয়। স্থান কলারোয়া গালর্স পাইলট হাই স্কুল চত্তর, কলারোয়া, সাতক্ষীরা। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নিবার্হী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, কলারোয়া উপজেলা সমাবায় অফিসার নওশের আলী ও আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে উপজেলা সমবায় অধিদপ্তর এবং সহায়ের সহযোগীতায় প্রধান স্টল হিসেবে উপহার গ্রহন করেন উপজেলা সমবায় অফিসার নওশের আলী এবং সহায়ের নিবাহী পরিচালক এম এম রায়হান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS